বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম খুলনা জেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, যেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহরম গাজী মাহিম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন ইমরান। বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাব্বির তালুকদার ও মোঃ রাজিবুল হক রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
নতুন গঠিত ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সুলতান সালাউদ্দিন, মোঃ ছাব্বির হাওলাদার ও আমিনুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সোহানুর রহমান, রাজিব হোসেন, খায়রুল ইসলাম সুমন এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন মোঃ রাকিব হাসান, মোঃ আজিজুল হক, খায়রুল ইসলাম, ইয়াসিন আরাফাত, জান্নাতি ইসলাম, মোঃ সুমন ইসলাম রনি, মোঃ শাহরিয়ার হৃদয়, শাহ পরান শেখ, এম এম জাহিদ, মোঃ রেজওয়ান মোড়ল, জাহিদ খাঁন, ঐশি হায়াত, আল আমিন মৃধা, আফসানা আক্তার মিম, মোঃ বায়জিদ বোস্তামি, মাহফুজুর রহমান, মোঃ আরাফাত শিকদার, ফারহান রেজা ও আবু রায়হান।
নব-নির্বাচিত আহ্বায়ক মহরম গাজী মাহিম কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য বেকার যুবক-যুবতীদের আধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা, যাতে তারা দেশ-বিদেশের শ্রমবাজারে যোগ্য প্রতিযোগী হতে পারে। যুবকদের কর্মমুখী করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
সদস্য সচিব নাজমুল হোসেন ইমরান তারুণ্যের শক্তি ও সংকল্পের ওপর গুরুত্বারোপ করে বলেন, “তারুণ্য কখনো থেমে থাকে না। চেতনায় উদ্দীপ্ত তরুণরা প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা অটুট থাকবে।”
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :