পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৪ দিন রাঙামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা শেষে গত ১ নভেম্বর থেকে তুলে নেওয়া হয় সব ধরনের বিধি-নিষেধ।এরপর ধীরে ধীরে পর্যটকরমুখর হয়ে উঠছে রাঙামাটি। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথমদিকে খুব বেশি পর্যটকের দেখা না মিললেও সময়ের ব্যবধানে ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে রাঙামাটির পর্যটন আইকন ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, দলে দলে পর্যটকরা ঝুলন্ত সেতুতে ঢুকছে। কেউ সপরিবারে আবার কেউ বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই হ্রদের স্বচ্ছ নীলাভ জলে ট্যুরিস্ট বোটে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই সুবলংয়ের সৌন্দর্য উপভোগ করতে গেছেন।
জামালপুর থেকে ঘুরতে আসা ফারজানা আক্তার বলেন, সকালে বোটে সুবলং গিয়েছি। সুবলংয়ে যাওয়া-আসার পথে হ্রদের দুই পাশের পাহাড়ের সৌন্দর্য খুব ভালো লেগেছে। সুবলং ঘুরে এসে এখন ঝুলন্ত সেতু এসেছেন। প্রকৃতির সৌন্দর্য দেখে আমি বিমোহিত।
আরেক পর্যটক জামাল উদ্দিন বলেন, শুনেছিলাম রাঙামাটির পরিস্থিতি ভালো না, কিন্তু এসে দেখছি কোনো সমস্যা নেই। চারদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা ছাড়াই পর্যটকরা ঘুরতে-ফিরতে পারছে। আমার রাঙামাটির পরিবেশ খুব ভালো লেগেছে।
চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট থেকে ঘুরতে আসা পর্যটক বলেন, রাঙামাটিতে আমাদের এক সহকর্মীর বিয়ে। তার বিয়ে খেয়ে ঝুলন্ত সেতুতে ঘুরতে চলে এলাম। ভালো লাগছে পাহাড়ের সৌন্দর্য দেখে। যেহেতু আমাদের দেশে এত সুন্দর সব স্পট রয়েছে, এগুলো আরও উন্নত করা দরকার।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :