AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়া মিরপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০১:৫৯ পিএম, ১০ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়া মিরপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধ চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার (৪৫) নামের একজন নিহত হয়েছে । এঘটনায় ৩জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে মোট ১০ জন। 

রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত তৌহিদ সর্দ্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দ্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ, এলাকায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দ্দার বংশের বিরোধ চলে আসছিল।

গতকাল গায়েন বংশের কয়েকজন ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দ্দার বংশের লোকজন তাদের মারধর করে। আজ সকালে সর্দ্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের উপর গুলিবর্ষনসহ হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় তৌহিদ সর্দ্দার গুলিবিদ্ধসহ আরো ১১ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তৌহিদ সর্দ্দার মারা যায়। বাকীরা চিকিৎসাধীন রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তৌহিদ সর্দ্দার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপর এলাকার গায়েন বংশের সাথে সর্দ্দার বংশের বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজকে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!