AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার


রাজবাড়ীতে চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর চরমপন্থী নেতা শহিদ মোল্লা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে মো. শাকিল খান (২৫) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হালিম খানের ছেলে মো. হাসিবুল হাসান (২২)।

থানা সূত্রে জানানো হয়, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শাকিল খানকে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এবং হাসিবুল হাসানকে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনই শহিদ মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

উল্লেখ্য, গত ১৩ জুলাই বিকেলে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ায় মেহগনি বাগানে শহিদ মোল্লাকে মারধর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে শহিদের মরদেহ উদ্ধার করে। পরদিন শহিদের ভাই কাদের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা শহিদ মোল্লা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। নিহত শহিদ মোল্লা একজন চরমপন্থী নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা সহ ৫টি মামলা রয়েছে। এবং শহিদ মোল্লা রাজবাড়ী সদর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করিয়া নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আসামিদেরকে আজ দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!