AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড় রেলস্টেশনে ফেন্সিডিলসহ তরুণ আটক


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:১৮ পিএম, ১০ নভেম্বর, ২০২৪
পঞ্চগড় রেলস্টেশনে ফেন্সিডিলসহ তরুণ আটক

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ২০ বোতল ফেন্সিডিলসহ আবু সিয়াম (১৮) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির সদস্যরা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হবে জানা গেছে।

আটক আবু সিয়াম ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী থানার সনগাঁও পৌকান পুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

স্টেশন সূত্রে জানা গেছে, সকালে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যোগে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসে সিয়াম। স্টেশনে সন্দেহভাজন ভাবে ঘুরার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সে আটক হয়।

এসময় কথা হয় আটক তরুণ সিয়ামের সাথে। তিনি বলেন, আমি পার্বতীপুর থেকে ট্রেনে আসার সময় অন্তর নামে এক ব্যাক্তি ঠাকুরগাঁও আসার পর একটি ব্যাগ দিয়ে বলেন যে পঞ্চগড়ে গিয়ে নেমে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ব্যাগটি তুলে দিবা। এ কাজে ২ হাজার টাকা দেয়া হবে। তাই ব্যাগটি নিয়ে স্টেশনে নামলে আমাকে ধরে ফেলে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির উপ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ে আসে। এর পর ওই তরুণ ট্রেন থেকে নেমে সন্দেহভাজন ভাবে স্টেশনে ঘুরাফেরা করছিল। এদিকে চলাফেরা সন্দেহভাজন হওয়ায় আমাদের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এদিকে পূর্বের এক গোপন সংবাদের তথ্য মতে তাকে তল্লাশী চালানো হলে তার সাথে থাকা একটি ব্যাগে ফেন্সিডিলগুলো পাওয়া যায়। একই সাথে দীর্ঘ জিজ্ঞাসাবাদসহ কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসনকে খবর দেয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, খবর পেয়ে স্টেশনে এসে আমরা অভিযান পরিচালনা করি। তবে ভ্রাম্যমান আদালতের নিয়মের থেকে মাদকের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল কোর্টের আওতায় না থাকায় সকল প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করতে তাকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!