AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলফাডাঙ্গা উলামা পরিষদের পক্ষ থেকে ভ্যান উপহার


আলফাডাঙ্গা উলামা পরিষদের পক্ষ থেকে ভ্যান উপহার

ফরিদপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে ভ্যান চুরির পর বিপাকে পড়া অসহায় ভ্যান চালক আব্দুর রাজ্জাক বিশ্বাসকে আলফাডাঙ্গা উলামা পরিষদ পক্ষ থেকে ভ্যান উপহার দেয়া হয়েছে।  রোববার (১০ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ  উপহার দেয়া হয়েছে। 

জানা যায়, ভ্যান চালিয়ে নিজের সংসার পরিচালনা করতেন  পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের সাহেব বিশ্বাসের ছেলে ভ্যানচালক রাজ্জাক বিশ্বাস। তার আয়ের একমাত্র উৎস ছিলো ভ্যান। সেই ভ্যান গত ১০ অক্টোবর আলফাডাঙ্গা  কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ভ্যান রেখে আসর নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এ সুযোগে ভ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরেরা।   

সংসার চালানোর একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে তিনি যখন পাগলপ্রায় তখন উলামা পরিষদ  ভ্যান উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রেক্ষিতেব আলফাডাঙ্গা উলামা পরিষদের  উদ্যোগে  নানা মানুষের  সহযোগীতায় রোববার  সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদ  চত্বর থেকে  উপহার  হিসেবে  ভ্যান চালক আব্দুর রাজ্জাক বিশ্বাসকে   ভ্যানটি হস্তান্তর করেন।

এ সময় আলফাডাঙ্গা কওমী উলামা পরিষদের উপদেষ্টা  মাওলানা তামিম উদ্দীন আহমেদ,কওমী উলামা পরিষদের সভাপতি  মুফতি সিরাজুল ইসলাম,কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দীন ফরিদী প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন। 

আলফাডাঙ্গা কওমী উলামা পরিষদের উপদেষ্টা  মাওলানা তামিম উদ্দীন আহমেদ জানান, তার সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ে।আমরা আমাদের সাধ্যমতো তাকে  একটা  ভ্যান কিনে দিয়েছি। আবার নতুন করে ঘুরবে তার ভাগ্যের চাকা। 

ভ্যানচালক আব্দুর রাজ্জাক বিশ্বাস  বলেন, ‘ভ্যানটি রেখে নামাজে যাই। এসে দেখি ভ্যান নাই। ভ্যানটা হারিয়ে  নিঃস্ব হয়েছিলাম। কারণ আমার একমাত্র আয়ের পথ ছিল এটি।  আলফাডাঙ্গা উলামা পরিষদের পক্ষ থেকে  নতুন এ ভ্যানটি উপহার পেয়ে আমি  খুবই আনন্দিত।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!