জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকার সহ ডাকাত দলে দুই সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। সংবাদ পেয়ে পৌরসভার বাউসী বাঙালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানার শাহাপুর এলাকার আমজাদ আলীর ছেলে সোহাগ মিয়া (২৯), নান্দাইল থানার পানচারথি এলাকার আহমদ আলী ছেলে হান্নান মিয়া (৪৫)। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দেশীয় অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি সাদা রং এর প্রাইভেটকার গাড়ি উদ্ধার করা হয়।
রবিবার বিকালে সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. চাঁদ মিয়া বলেন, পৌরসভার বাউসি বাঙালি পাড়া এলাকায় সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত। এসময় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৪- ১৫৯৬ নাম্বারের ১টি টয়োটা করোলা প্রাইভেটকার গাড়ি, তালা কাটার, দুইটি লোহার পাইপ, বাঁশের লাঠি, রশিসহ ডাকাতি কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে রবিবার বিকালে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন সরিষাবাড়ী থানা পুলিশ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :