AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানুষের সাথে খারাপ আচরন করবেন না, তারাই আমাদের ভোটের শক্তি: ওয়াদুদ ভূইয়া


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:৩৯ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
মানুষের সাথে খারাপ আচরন করবেন না, তারাই আমাদের ভোটের শক্তি: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি, স্বহাবস্হান,উন্নয়ন,বৈষম্যহীন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে সম্প্রতি সমাবেশ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ দিকে উপজেলার কাঠ ব্যবসায়ী অফিস সংলগ্নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। 

প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, 

যুব সমাজের প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করে এ অঞ্চলের সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ব্যবসা বাণিজ্য, চাকরী, শান্তিপূর্ণ পরিবেশ ও বাসস্থানের ব্যবস্থা করুন। আপনারা প্রমান করুন বিএনপি শক্তিশালী। দীর্ঘদিন আওয়ামীলীগ এ অঞ্চলের রাজপথ রক্তে রণজিৎত করেছে। এখনো ষ হাসিনা বিহীন পাতি নেতাদের দিয়ে আপনারা আবার মানুষের বাড়িঘর,ব্যবসা বাণিজ্য থেকে শুরু সব দখল করে রাজপথ রক্তাক্ত করতে চান, এদেশের জনগন তা আর হতে দিবেনা। এখনো সর্বত্র আওয়ামীলীগের পেত্বারা দখল করে রেখেছে। সাবধান হয়ে যান, জনগনকে সাথে নিয়ে আমরা তাদের বিষ দাঁত ভাঙ্গবো। জনগনের সাথে কোন খারাপ আচরন করবেন না, তারাই আমাদের ভোটের শক্তি। কোন নিরহ মানুষের উপর কোন অন্যায় অবিচার করা যাবে না যদি আমাদের কোন 

নেতাকর্মী এমন কর্মকান্ড করেন আমরা শুনতে পাই তাহলে তাৎক্ষণিক আমরা ঐ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করার হুশিয়ারি দেন প্রধান অতিথি। 

এসময় বক্তরা আরো বলেন, পাঁচ ই আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যাুথানের পর দীর্ঘ সতেরো বছর পরে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি,এতটা বছর আমাদের কন্ঠরোধ করে হামলা মামলা দিয়ে জর্জরিত করে রেখেছিলো স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজপথে কথা বলতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তাদের রক্তের উপর দাড়িয়ে আজ আমরা কথা বলছি, অনেকেই আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। 

এসময় বিশেষ অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপি সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি নাছির আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!