ভাবীর সাথে পরকিয়া ও অর্থনৈতিক লেনদেনের সূত্রধরে রহস্যজনক ভাবে খুন হওয়া ওমান প্রবাসী শাকিল প্রকাশ মুসাকে হত্যাকাণ্ডের ১১ বছর পর রহস্য উদঘাটন করে খাগড়াছড়ির মানিকছড়িতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এতথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ভাবী নাছিমার আক্তারের সাথে পরকিয়ায় লিপ্ত ছিলো শাকিল। প্রবাসে থাকাকালীন দ্বিতীয় আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ে পর্যন্ত গড়িয়ে যায় সম্পর্ক। প্রবাস থেকে পাঠানো অর্থের লোভে ও নাছিমার অবৈধ এসব অনৈতিক কর্মকান্ডকে ধামাচাপা দিতে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর মাসে সুকৌশলে দেশে এনে পরিবারের সদস্যদের সহযোগীতায় হত্যা করে মরদেহ গুম করা হয়। দীর্ঘ ১১ বছর পর সম্পত্তি নিয়ে বাবা ও ভাইয়ের সাথে বিরোধের জেরে তাদের ফাঁসানোর জন্য সম্পূর্ণ বিষয়টি শাকিলের মাকে জানায় নাছিমা। এঘটনার পুরো সাক্ষী হন তিনি।
মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে নামেন পুলিশ, তদন্তে নাসিমা মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হয়। সহযোগিতা কারী স্বামী মনির হোসেন,শরিয়ত উল্লাহ,দেলোয়ারসহ বর্তমানে কারাগারে রয়েছেন নাছিমা। তাদের দেয়া স্বীকারোক্তিতে মানিকছড়ি উপজেলায় ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে কিছু হাঁড়, মাথার খুলি ও কাপড়ের অংশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের জন্য উদ্ধার হওয়া এসব ডিএনএ টেস্টের জন্য কাজ চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :