AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে বর্ণিল আয়োজনে ইনোভেশন মেলা ২০২৪ পালিত


Ekushey Sangbad
মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ
০৮:২৯ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
মুকসুদপুরে বর্ণিল আয়োজনে  ইনোভেশন মেলা ২০২৪ পালিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে ইনোভেশন মেলা ২০২৪। সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পাইলট স্কুল মাঠে ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং  শিক্ষার্থীদের অংশগ্রহনে ইনোভেশন মেলা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ মেলার উদ্ধোধন করেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে শিক্ষা উপকরণের আদলে বিভিন্ন নদীর নামে স্টল সাজায় ছাত্রছাত্রীরা। স্টল গুলোর নাম দেয়া হয় কুমার নদ, সুরমা, মধুমতী, কর্ণফুলী যমূনা মেঘনা এবং পদ্মা।

নানা রঙ বেরঙের পোশাকে স্টলগুলোতে দায়িত্ব পালন করে ছোট্ট সোনামণিরা। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানসহ আগত অতিথীরা স্টল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, একটি ভালো প্রজন্ম তৈরির মডেল হয়ে থাকবে এই ইনোভেশন মেলা৷ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে সহায়তা করবে বলেও জানান তিনি।
এ ধরনের আয়োজনে সৃজনশীলতা বিকাশে সুখী সনির্ভর বাংলাদেশ গড়তেও সহযোগী হবে।

উপজেলার বাকি ১৬ ইউনিয়নে এ ধরনের মেলা আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।

ছাত্রছাত্রীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, অবশ্যই পড়াশোনা ঠিক রাখতে হবে এবং এ ধরনের আয়োজনে অব্যাহত রাখা হোক বলেও জানান। ছোট্ট সোনামনিদের আয়োজনে  নিত্য পরিবেশন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা খানমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকসহ  অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!