টাংগাইল জেলার উত্তরে সর্বশেষ উপজেলা "ধনবাড়ী উপজেলা" অবস্থিত ঢাকা- জামালপুর মহাসড়কে ধনবাড়ী স্টেশন এখন মৃত্যুফাঁদ হয়ে দাড়িয়েছে। এখানে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে রাস্তা পারাপারের জন্য সবচেয়ে ব্যস্ততম স্থান ধনবাড়ী বাস স্টেশন। চার লেন চালু হওয়ার পর থেকে বেপরোয়া গতিতে ও উল্টো দিকে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের ধনবাড়ী বাস স্টেশনে নির্বিঘ্নে মানুষ রাস্তা পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি ওঠেছে।
সরিষাবাড়ি,জামালপুর, মেলান্দহ, আঞ্চলিক সড়কের যাত্রা শুরু ধনবাড়ী দিয়েই । এই আঞ্চলিক রুটের হাজার হাজার যাত্রী ও ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌর সভা সহ আশেপাশের ইউনিয়নের মানুষ ধনবাড়ী নেমে মহাসড়ক পারাপার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলসহ উপজেলা সদরে যাতায়াত করে।
মহাসড়কের উত্তরে অবস্থিত ধনবাড়ী পৌরসভার দক্ষিণে ধনবাড়ী উপজেলা। পশ্চিমে মুশুদ্দি ইউনিয়ন, বীরতারা ইউনিয়ন ও পাইস্কা ইউনিয়ন দক্ষিণে ধোপাখালি ইউনিয়ন, পূর্বে যদুনাথ পুর ইউনিয়ন, উত্তরে বানিয়াজান ইউনিয়ন ও বলিভদ্র ইউনিয়ন এসব গ্রামের মানুষ ব্যবসায়িক কাজে এবং শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য ধনবাড়ী বা স্টেশনে চারলেনের জন্য রাস্তা পারাপার হয়ে উপজেলা সদরের ধনবাড়ী বাস স্টেশন এর পূর্ব পাশেই
আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ,ধনবাড়ী সরকারি নবাব ইনস্টিটিউশন স্কুল, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল,মুকুল ক্যাডেট একাডেম স্কুল, ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বাংলার ইতিহাসের ঐতিহ্যবাহী স্থাপনা ধনবাড়ী নবাব মঞ্জিল ও নবাব শাহী জামে মসজিদ যেখানে দেশ-বিদেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন তারা সকলেই ধনবাড়ী বাস স্টেশনের রাস্তা
পারাপার হয়ে যাতায়াত করে। রাস্তার পশ্চিম পাড়ে রয়েছে, ধনবাড়ী সরকারি কলেজে, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল,শাহীন ক্যাডেট স্কুল, ধনবাড়ী বাজার মাদ্রাসা সহ জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক,কৃষি ব্যাংক সহ অন্য প্রতিষ্ঠান।
ধনবাড়ী বাস স্টেশনে ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পতিত হয়ে মেধাবী শিক্ষার্থী, গুনিজনসহ অনেক মানুষ প্রাণ হারাচ্ছে ও দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিটি সুস্থ হলেও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গ্গুুত্ব জীবন নিয়ে বাঁচতে হচ্ছে। মহাসড়কের ধনবাড়ী বাস স্টেশন পয়েন্টে নির্বিঘ্নে মানুষ রাস্তা পারাপারের জন্য এখানে একটি ফুটওভার ব্রিজের দাবি জানিয়েছে এলাকাবাসী,শ্রমিক ও সাধারণ মানুষ।
রাস্তার পূর্ব পাশের বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী। রাস্তার পশ্চিম অঞ্চলের শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপারের জন্য ধনবাড়ী বাস স্টেশনে অবশ্যই একটি ফুটওভার ব্রিজ দরকার।
এই বিষয়ে ধনবাড়ী পৌর সভার সাবেক মেয়র, মনিরুজ্জামান বকল বলেন, ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাস স্টেশনে একটি ফুটওভার ব্রিজ জরুরি ভিত্তিতে প্রয়োজন। কারণ রাস্তা পারাপার হওয়ার সময় এ স্থানে অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এ স্থানে ফুটওভার ব্রিজ হলে সড়ক দুর্ঘটনা কমবে।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমি দেখেছি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা সড়ক ও জনপথ মন্ত্রণালয়সহ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। এলাকাবাসীর দাবি, ধনবাড়ী বাস স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে অনেক মানুষ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :