AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলায় ২ আসামী গ্রেফতার


নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলায় ২ আসামী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও  নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই আসামী গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ও  মঙ্গলবার (১২ নভেম্বর)  সকালে উপজেলার  বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিস্ফোরক সহ  হামলা ও নাশকতার  অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে  দায়ের করা বিস্ফোরক আইনে হামলা  ও নাশকতা মামলার এজাহারভুক্ত ও স্বন্দেহভাজন আসামি।

গ্রেফতারকৃতরা হলেন: নাসিরনগরের ১০ নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে, বিস্ফোরক মামলার ১১৭ নং এজাহারভুক্ত আসামি মোস্তফা আলমগীর (৩৫) ও ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিস্ফোরক মামলার স্বন্দেহভাজন আসামি ছানাউল শাহ  (৩৮)।

উল্লেখ্য বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতারকৃত  ১১৭ নং এজাহারভুক্ত আসামী মোস্তফা আলমগীর বিগত আ.লীগ সরকারের সময় বহু  বিতর্কিত ও উস্কানিমূলক ফেসবুক পোষ্ট করে এবং  নাশকতা মামলার অন্যতম অভিযুক্ত আসামি  সাবেক বিতর্কিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশে  উস্কানি ও গুজব প্রচারের বিশেষ  সাইবারটিমের এডমিনের দায়িত্ব পালন করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে  দায়ের করা বিস্ফোরক সহ  নাশকতা মামলার এজাহারভুক্ত ও স্বন্দেহভাজন  আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!