AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুরি করা ইজিবাইক পুকুরের পানিতে ফেলে চোরের পলায়ন


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৪:২৫ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
চুরি করা ইজিবাইক পুকুরের পানিতে ফেলে চোরের পলায়ন

চুরি করলেও ভোগ করতে পারেনি চোরেরা। অসাবধানতা বশত রাস্তার বাক নিতে নিয়ে পুকুরে পড়ে গিয়ে ইজিবাইক ফেলে পালিয়েছেন তারা।  মঙ্গলবার সকালে ইজিবাইকটি উদ্ধার করা হয় কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন পরিষদের পাশের পুকুর থেকে।

ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন,সোমবার রাত ১২ টার সময় চোরেরা আমার বাড়ি থেকে ইজিবাইক নিয়ে যায় চোরেরা। এরপর থেকে অনেক জায়গায় খোঁজাখুজি করতে থাকি। এরপর মঙ্গলবার সকালে কুশনা গ্রাম থেকে আমার ইজিবাইকে থাকা নাম্বার থেকে  কল করেন। পরে আমি উপযুক্ত প্রমান দিয়ে ইজিবাইকটি নিয়ে এসেছি। আলমগীর হোসেন চুয়াডাঙ্গার জীবননগরের নতুন চাকলা পাড়ার বাসিন্দা। 

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন বলেন,সোমবার রাত আনুমানিক ৩/৪ দিকে চোরেরা রাস্তার বাক ঘুরতে গিয়ে পড়ে যান কোটচাঁদপুরের কুশনা গ্রামের শাহাজানের পুকুরে। এর শব্দ ওই রাতেই শুনতে পান পুকুর মালিক শাহাজান আলী। তবে ওই রাতে বিষয়টি গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েন। 

মঙ্গলবার সকালে স্থানীয়রা ইজিবাইকটি পুকুরে পড়ে থাকতে দেখে সোরগোল করতে থাকেন। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ইজিবাইক উদ্ধার করে পরিষদের চৌকিদারের জিম্মায় রেখে যান। এরপর ইজিবাইকের মালিকরা এসে তা বুঝে নিয়ে যান। 

তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)  নবকুমার বলেন, ইজিবাইকটি পুকুরে পড়ে থাকা দেখে ফাঁড়িতে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি উদ্ধার করে চৌকিদারের জিম্মায় রেখে আসি। পরে মালিক পক্ষে কাগজপত্র দেখিয়ে নিয়ে গেছেন।

তিনি বলেন,ইজিবাইক মালিকের বাড়ি জীবননগরের নতুন চাকলাপাড়া বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!