AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৯:৫৬ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটের কালাই পৌরশহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আনছার আলী (৪৮) নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালাই পৌর শহরের হাজীপাড়া মোড়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় তাঁর মোটরসাইকেল ছিটকে পড়ে। তারপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।

নিহত আনছার আলী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি কালাই পৌর শহরের এনজিওপাড়া মহল্লায় নিজ বাড়ীতে বসবাস করতেন।

নিহতের ছোট ভাই আশরাফ আলী জানান, বিকেলে তার বড় ভাই আনছার আলী মোটরসাইকেল নিয়ে মাছ ক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট বৌ বাজারে গিয়েছিলেন। সন্ধ্যার পর যখন তিনি সড়ক পথে বাড়ির দিকে ফিরছিলেন, তখন আচমকাই পিছন থেকে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের উপর গিয়ে পড়েন। তৎক্ষণাৎ ট্রাকটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়, এবং এতে তাঁর মাথা ফেটে মগজ সড়কে পড়ে যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক ছিল।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে, তবে পুলিশ তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। নিহতের পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে।"

এমন এক মর্মান্তিক ঘটনায় সারা এলাকা শোকাহত। পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!