ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গোসল করাকে কেন্দ্র করে বিএনপির ঘারুয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সভাপতিকে মসজিদের ভিতর ঢুকে হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় বিএনপি নেতা আসাদুজ্জামান নোমানসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার ফজরের নামাজের সময় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজরাকান্দা গ্রামে দুটি দলে বিভক্ত, আধিপত্য বিস্তার নিয়ে সব সময় দুই দলের মধ্যে দা ছুরি সম্পর্ক বিরাজ করতে থাকে । দুটি দলই নিক্সন চৌধুরীর সমর্থক ছিল। একটি দলের নেতৃত্ব দেন জব্বার মাস্টার অন্য দলের নেতৃত্ব দেন জুলহাস মেম্বার। গতকাল মঙ্গলবার দুপুরে জুলহাস মেম্বার দলের পান্নু খালাসির সঙ্গে জব্বার মাস্টারের দলের দুলাল খালাসির গোসল করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় উভয়ের মাঝে সালিশ বৈঠকে বসার সময়ও নির্ধারণ হয়।
অদ্য (১৩ নভেম্বর) জব্বার মাস্টারের গ্রাম্যদলের আসাদুজ্জামান নোমান সহ আরো ৫-৬ জন ফজরের নামাজ আদায় করতে মসজিদে রওনা দেন। রাস্তায় ওঁত পেতে থাকা জুলহাস মেম্বারের দলের লোকজন আনোয়ার খালাসী, বালা খালাসী, মন্নু খালাসী, সোহেল খালাসী, মিরাজ মাতুব্বর, অন্তর, শীতল, নিলু এরা ওদের পিছন থেকে ধাওয়া করে, তখন বিএনপি নেতা তার লোকজন দৌড়ে মসজিদের ভিতর আশ্রয় নেন, সেখানে গিয়ে প্রতিপক্ষরা মসজিদের ভিতরে গিয়ে ওদের উপর হামলা চালায়।
এ সময় বিএনপি নেতা আসাদুজ্জামান নোমান(৫০)আক্কেল আলী(৫৩), আওলাদ আলী(৫৮) দুলাল খালাসী(৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, মারামারির এমন একটি ঘটনার খবর পেয়েছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :