চট্টগ্রামের আনোয়ারায় এলিফ্যান্ট রেসপন্স টিমের প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্দ্বিতা ভট্টাচার্য্যরে সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সুলতান আহমদ, বাঁশখালী জলদী বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ,
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হক প্রমুখ। ইআরটি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি তাড়ানোর কৌশল, ইআরটি পরিচালনা পদ্ধতি, বন ও বন্যপ্রাণী রক্ষায় ইআরটির সদস্যদের ভূমিকা এবং পদ্ধতি সমূহের প্রশিক্ষণ প্রদান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :