খুলনা নগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৪ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে স্টেশন রোডের মেসার্স আহসান উল্লাহ নামে একটি পাটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই তা পাশের সাইফুল ইসলামের গোডাউনসহ আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, আগুন নেভানোর পরও পুরোপুরি নির্বাপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
আগুনে পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগ ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।
ঘটনাস্থলে অনেক মানুষ ভিড় করেন, যা উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটায়। তবে অনেকেই ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। পুলিশও বারবার উৎসুক জনতাকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করে, যাতে আগুন নেভানোর কাজ নির্বিঘ্নে চলতে পারে।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে পরবর্তীতে আরও তদন্তের কাজ চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :