কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় প্রাইভেট স্কুল ফাউন্ডেশন (PSF) ঢাকা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১৫ নভেম্বর রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাইভেট স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা এই পরীক্ষার অংশগ্রহণ করে।
উপজেলার প্রাইভেট স্কুলগুলো হচ্ছে রশ্মি চাইল্ড কেয়ার একাডেমী, মেধা বিকাশ, উদ্ভাস নিঝুম একাডেমী, ফুলকুড়ি একাডেমী ও জাউনিয়ারচর প্রি ক্যাডেট সাকসেস একাডেমী`র প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৩২০জন শিক্ষার্থী অংশ নেয়।বাংলা, ইংরেজি ও গনিত বিষয়ে ১০০ মার্কের পরীক্ষার অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
উদ্ভাস নিঝুম একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশী আগ্রহী ও মনোযোগী করে গড়ে তুলতে এবছর আমরা পিএসএফ এর মাধ্যমে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমী প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এবার প্রথম এভাবে রাজীবপুরে প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হল। কয়েকদিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :