গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শয়নঘর থেকে জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের নিজ বাড়ির শয়নঘরের তীরের সাথে লাইলনোর রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহাঙ্গীর ওই গ্রামোর আজাহার আলীর ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, জাহাঙ্গীর খুবই মেজাজী ও জেদি স্বভাবের ছিলেন। অভাব অনাটনের সংসারে জীবিকা নির্বাহের তাগিদে দীর্ঘদিন ধরে তিনি স্ব- পরিবারে ঢাকায় থাকেন। এঘটনার একদিন আগে তুচ্ছ বিষয়ে স্ত্রীর সাথে রাগারাগি করে তিনি বাড়িতে চলে আসেন।
পরেরদিন শুক্রবার সন্ধ্যায় পরিবারের সকলের অগোচরে নিজ বাড়ির শয়ন ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্নহত্যা করেন জাহাঙ্গীর। কিছুক্ষন পর তার মা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকেন। এতে তার কোন সাড়া পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে রশিতে ছেলের মরদেহ ঝুলন্ত দেখতে পেয়ে তিনি চিৎকার দিয়ে ওঠেন। এসময় আশেপাশের লোকজন দৌড়ে এসে জাহাঙ্গীরের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের লাশ থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কিন্তু মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।তবে ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :