AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের নৌ-ভ্রমন অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১২:১৭ পিএম, ১৭ নভেম্বর, ২০২৪
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের নৌ-ভ্রমন অনুষ্ঠিত

দিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নরসিংদী সাংবাদিক ইউনিয়ন (এনজেইউ)র সদস্যদের বার্ষিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) নরসিংদী লঞ্চঘাট থেকে  বাঞ্ছারামপুরে স্বপ্নদীপ পার্কে এ নৌভ্রমণে সংগঠনের সদস্যরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করে।

পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকালে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে লঞ্চঘাট  এসে হাজির হয়। পরে সকাল সাড়ে ১০টা নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বহনকারী নৌকাটি স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নরসিংদী থেকে স্বপ্নদ্বীপ পর্যন্ত যাত্রার প্রায় এই দুই ঘন্টা হাসি ঠাট্টা আনন্দ উল্লাসে মেতে থাকে সংগঠনের সদস্যরা। এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের  সভাপতি শাহাদাৎ হোসেন রাজু উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন। 

বেলা সাড়ে ১২ টার দিকে স্বপ্নদ্বীপ এসে পৌঁছে। সেখানে পৌঁছার পর সদদ্যদের তাদের পরিবার পরিজনের সাথে মধ্যাহ্ন ভোজের পূর্ব সময় পর্যন্ত  উন্মুক্ত ঘোরাফেরা জন্য বলা হয়। বেলা তিনটার দিকে মধ্যাহ্নভোজ শেষে নৌ ভ্রমণে অংশ নেওয়া ছোট বড় সকলের জন্য ব্যবস্থা রাখা  বিভিন্ন খেলাধুলা পর্ব শুরু করা হয়। এ সময় ছোটদের জন্য রাখা ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় অংশ নেয় সদস্যদের ছেলেমেয়ের। 

পরে নারী পুরুষদের জন্য রাখা ‍‍`অন্ধের হাড়িভাঙ্গা‍‍` খেলায় সংগঠনের  সদস্য ও তাদের স্ত্রীসহ  অন্যান্যরা অংশ নেয়। স্বপ্নদ্বীপ পার্কে প্রায় ৩০ জন অন্ধ নারী পুরুষ  হাড়িভাঙ্গার ব্যর্থ চেষ্টা চালায়। অঙ্গ নারী পুরুষের খেলাটি সকলের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের ও ভ্রমণে অংশগ্রহনসহ  অন্যান্য এলাকা থেকে স্বপ্নদ্বীপ পিকনিক করতে আসা   বিভিন্ন লোকজন এ খেলা দেখতে এসে ভীড় জমায়।

পূর্বক্ষণে সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ সকলকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের বহনকারী নৌকাটি। এ সময় মহিলাদের জন্য রাখা ‍‍`সতীনের ছেলে কেউ রাখে না কোলে‍‍` নৌকায় অনুষ্ঠিত হয়। মিউজিকের তালে তালে খেলাটি সকলের আনন্দের খোরাক হয়ে ওঠে।  খেলা শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে তাদেরকে বহনকারী নৌকাটি নরসিংদীর লঞ্চঘাটে। 

নরসিংদী লঞ্চঘাটে নৌকা থেকে নেমে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুজন বর্মন দীপ, নির্বাহী সদস্য কাজী ফয়জুল জালাল লিমন, শামীম মিয়া, সাব্বির হোসেন ও হারুনুর রশিদ প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!