বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশনের যৌথ অভিযানে ৩ মনের অধিক (১৫০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাটকা ইলিশ স্হানীয় এতিমখানা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছেন অভিযানে নেতৃত্বদানকারী মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যজিস্টেট মোঃ নাজমুল ইসলাম।
রবিবার (১৭ নভেম্বর ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জের পানগুছি নদীতে এই অভিযান চালানো হয়। এ সময়ে কোস্ট গার্ড এর সহযোগিতায় ১শত ৫০ কেজি জাটকা ইলিশ,৭শত মিটার নিষিদ্ধ জাল ও ২ টি ইলিশ ধরার নৌকা আটক করা হয়। এ অপরাধে ১০ জনকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাটকা ইলিশ এতিমখানা, মাদ্রাসা ও স্হানীয় হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জনাব রনজিৎ কুমার, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আবদুল্লাহ আল মোদাস্সের সহ,কোসগার্ড স্টেশন অফিসার সহ মৎস অফিসের অনন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময়ে উপস্হিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :