পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনও বশির গাজীর অনিয়ম দুর্নীতি ও তার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষক দল ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য, টিআর ও কাবিখাসহ সকল প্রকল্পের টাকা ভাগাভাগি করে লোপাট করেছেন এই ইউএনও।
উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়ে তিনি (ইউএনও) দুই কোটি টাকার কৃষি প্রনোদনা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন যা ইতিপূর্বে বিভিন্ন প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও এই ভাগের অংশিদার থাকায় তিনি সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাদের চক্ষুর আড়ালে থাকেন। আমরা এই তিন কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচারের দাবী করছি।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি`র কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব সোহেল আকন ও কৃষক নেতা মোঃ সোহরাব হোসেন সরদার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :