স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন”, সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিট" এর অফিস কক্ষ শুভ উদ্বোধন করলেন কলেজের অধ্যক্ষ এবং ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ শহীদুজ্জামান।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজের রণদা প্রসাদ সাহা চত্ত্বরের পাশে ১৩১ নম্বর কক্ষ বাঁধনের অফিস কক্ষ হিসেবে দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে এই উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি সোহাগ শিকদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় পর্যবেক্ষক দীপক সূত্রধরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদের সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, দর্শন বিভাগের প্রভাষক ও বাঁধন উপদেষ্টা আজিম মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম খান সজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন ওমর ফারুক, বাঁধন উপদেষ্টা এস.কে নাহিদ মনির, দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. আই হিরা, জেলা শাখা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম মাহ্ফুজুল বারী মুগ্ধ প্রমুখ। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মৌতাছিম বিল্লাহ্ মাহ্ফুজ সহ কলেজের সাধারণ শিক্ষার্থী ও বাঁধন সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বাঁধন সংগঠনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও যেন বাঁধন কর্মীরা সুন্দর ভাবে সকল কর্মসূচি পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ জানুয়ারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করে পরিবার হিসেবে যাত্রা শুরু করে বাঁধন। এক বছর কার্যক্রম পরিচালনা শেষে ইউনিট হিসেবে দায়িত্ব পায় বাঁধন। এ পর্যন্ত জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কমিটির শুরু থেকে এই পর্যন্ত মুমূর্ষ রোগীর জন্য বিনামূল্যে মোট ২,২৩৩ ব্যাগ রক্ত জোগাড় করে দিতে সক্ষম হয়েছে বাঁধন, সরকরি দেবেন্দ্র কলেজ ইউনিট। তবে এখন অফিস কক্ষ থাকায় পূর্বের থেকে কাজের গতি আরও বৃদ্ধি করতে পারবে বলে জানায় বাঁধন কর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :