সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর উদ্যোগে "উন্নয়নের জন্য যোগাযোগ কর্মশালা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সাতলা, হারতা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভা থেকে ৩০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেন।
১৭ নভেম্বর রোববার সকাল ১০ টায় সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উজিরপুর এপি অফিসের কনফারেন্স রুমে কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন যুব ও শিশু ফোরামের সদস্যবৃন্দ। কর্মশালা পরিচালনা করেন স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
কর্মশালায় শিশু প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি।
সিআরএসএস-এর কমিউনিটি ডেভেল্পমেন্ট অফিসার পল্লব জয়ধর এর সঞ্চালনায় কর্মশালা সম্পন্ন হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :