স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গলের উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ, স্বাস্থ্য, এবং সামাজিক বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। লিফলেটে মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ বন্ধ করা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে সচেতনতা সৃষ্টির তথ্যসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বাক্য উল্লেখ করা হয়।
পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যান তোফায়েল আহমেদের তত্ত্বাবধানে ও নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেয়। তারা লিফলেট পড়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের চারপাশের পরিবেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :