শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮৭ হাজার ৪০০ টাকাসহ মোঃ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু ছোফিয়ান তরফদার, উম্মে তাছনিমা সরকার, কং আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স শেরপুর জেলার সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে সোমবার সকালে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আব্দুল মান্নানকে তার বশতবাড়িতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি সিগারেটের প্যাকেটে ১ গ্রাম হেরোইন ও বশত ঘর তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮৭ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আব্দুল মান্নানকে সোমবার দুপুরে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩৭।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :