AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারুণ্যের জাগরণে খুলনার ভবিষ্যৎ: গোলটেবিল বৈঠকে জোরালো আহ্বান


তারুণ্যের জাগরণে খুলনার ভবিষ্যৎ: গোলটেবিল বৈঠকে জোরালো আহ্বান

খুলনার শহীদ আলতাফ মিলনায়তনে সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হলো ‘‘নগরে ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক উত্তরণ এবং যুবসমাজ ভবিষ্যৎ খুলনা শহর কেমন দেখতে চায়’’ শীর্ষক গোলটেবিল বৈঠক। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং সিয়াম-এর যৌথ আয়োজনে সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠকে উঠে এলো তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জোরালো আহ্বান।  

প্রধান অতিথি’র বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান বলেন, “দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে আজকের তরুণ প্রজন্মকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তরুণরা জেগে উঠলে তারা অসাধ্য সাধন করতে পারে। সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশের মাধ্যমেই খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে রূপান্তর করা সম্ভব।”  

বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ -এর পরিচালক গাউস পিয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।  

কেসিসি’র চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার বৈঠকে খুলনায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর বিবরণ তুলে ধরেন। সঞ্চালনা করেন সিয়াম-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মাসুম বিল্লাহ।  

স্থানীয় শিক্ষার্থীদের মধ্য থেকে খলিলুর রহমান, সাগরিকা আক্তার শান্তা, ডাঃ তাহমিদ মাসুদ, সোমা আক্তার প্রমুখ নিজেদের মতামত তুলে ধরেন।  

বক্তারা খুলনাকে স্বাস্থ্যসম্মত ও সৌন্দর্যমণ্ডিত নগরীতে রূপান্তরের জন্য পরিকল্পনা ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এ বৈঠক তরুণ প্রজন্মকে নতুন করে ভাবতে এবং খুলনার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করেছে।  

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!