AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে জাল টাকার মামলায়  দুইজনের নয় বছরের সাজা


Ekushey Sangbad
এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ
০৪:১৩ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
শাহজাদপুরে জাল টাকার মামলায়  দুইজনের নয় বছরের সাজা

সিরাজগঞ্জের  শাহজাদপুরে জাল টাকা রাখার দায়ে দুই ব্যক্তিকে ৯ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৯ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তারা। সোমবার (১৮ নভেম্বর )  শাহজাদপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুন অর রশিদ এ রায় দেন।  

শাহজাদপুর যুগ্ম দায়রা  জজ আদালতের  এপিপি মো. মুস্তাফিজুর রহমান সবুজ  রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আবুল কালাম(৪০) ও বাবু মোল্লা মিয়া (৫৫)।  আবুল কালাম সিরাজগঞ্জের  শাহজাদপুর  উপজেলার জুগ্নিদহ  গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে এবং বাবু মোল্লা একই গ্রামের মৃত হাতেম মোল্লার  ছেলে।  

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর  বিকেলে শাহজাদপুর উপজলার পাড়কোলা বাজারে  ২৫০০ টাকার জাল নোটসহ আবুল  কালাম ও বাবু মোল্লাকে আটক করে পুলিশ।

 এ ঘটনায় থানার সেই সময়ের  শাহজাদপুর  এএসআই মো. মহিদুল হোসেন  বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন।  

মামলাটি তদন্ত করেন শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.  জাহিদুল ইসলাম।  তিনি আবুল কালাম ও  বাবু মোল্লাকে অভিযুক্ত করে আদালতে ২০১৬ সালে অভিযোগপত্র দেন।  

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার নয় বছরের মাথায় আদালত এ মামলার রায় দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!