ময়মনসিংহের নান্দাইলের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৬টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান।
এ উচ্ছেদের ফলে দীর্ঘ ৩৫ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার হলো।
স্থানীয় বাসিন্দারা জানান, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় ১৯৮৯ সালে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা বিদ্যালয়ের জায়গা দখল করে ২৬টি দোকানপাট তৈরি করে।
প্রভাবশালীরা বিদ্যালয়ে নামমাত্র ৫৪ থেকে ১২০ টাকা ভাড়া দিলেও বিগত ৮-১০ বছর ধরে ভাড়া দেয়নি। এ ছাড়া প্রভাবশালীদের দখলে থাকা দোকানপাট বিভিন্ন মোটা অঙ্কের টাকার জামানত নিয়ে ভাড়া দেওয়া হতো। ফলে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি বিদ্যালয়ের সামনে প্রভাবশালীদের দখলে থাকা ২৬টি দোকানপাট ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযান দেখতে ভিড় করেন।
বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন, আমি ২০১২ সালে বিদ্যালয়ে যোগদান করি। কিন্তু এর আগে ৩৫ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারিনি। গত কয়েক দিন আগে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের কাছে অভিযোগ দিলে প্রভাবশালীদের হাত থেকে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গায় গড়ে তোলা ২৬টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন,বাকচান্দা বাজারে অবস্থিত আব্দুস ছামাদ একাডেমির জমি অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদের ফলে প্রায় ৪৫ শতাংশ জমি দখলদারমুক্ত হয়। প্রশাসনের উদ্যোগে সরকারী জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :