নওগাঁর মান্দায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় মান্দা, নওগাঁ কর্তৃক আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ’র উপ-পরিচালক নূর মোহাম্মদ।
এসময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ’র সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান মাষ্টার এবং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা প্রমূখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফিল্ড সুপার ভাইজার মিজানুর রহমান, সমাজকর্মী বিধান কুমার, জাকির হোসেন, মিলন হোসেন, মাশকুরুল, সোহেল রানা এবং আব্দুল বারী প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :