নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুজাহিদ মল্লিক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া উদ্যোগে ২নং ওয়ার্ডের পেরাব থেকে বেলাব গ্ৰামে পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অবহেলিত গ্ৰাম, বেলাব গ্ৰাম হিসেবে বিবেচিত হয়।
না আছে ভালো শিক্ষা, না আছে ভালো যাতায়াত ব্যবস্থা। যাতায়াতের অভাবে বেলাব গ্ৰামের অনেক ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়।বেলাব গ্ৰামের সন্নিকটে পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও, অনেক ঝুঁকি নিয়ে গাড়ির যাতায়াত পথে কোমলমতি শিক্ষার্থীরা ইস্কুলে আস্তে প্রতি নিয়ত ঘটে দুর্ঘটনা। যাঁর ফলে অনেক অভিবাবকরা তাঁদের ছেলে মেয়েদের ইস্কুল থেকে বৈমুখ হয়ে পরে। সেই চিন্তা মাথায় রেখে উপজেলার জামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফ ভুঁইয়া নিজ উদ্যোগে বেলাব গ্ৰাম থেকে পেরাব গ্ৰাম পর্যন্ত বিকল্প ও নিরাপদ রাস্তা নির্মাণের পরিকল্পনা করে বাস্তবায়ন করেন।
এই রাস্তা হওয়ার (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ও ওয়ার্ড মেম্বার বদরুজ্জামান (বদু) মোল্লা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়াকে সাধুবাদ জানাই।অবশ্যই একটি ভালো উদ্যোগ। পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নাই। এই রাস্তা নির্মাণের ফলে এখন বেলাব,কাহেনা গ্ৰামের অনেক অভিবাবকরা তাঁদের ছেলে মেয়েদের নিশ্চিন্তে ইস্কুলে পাঠাবেন, এবং ছেলে মেয়েরা ইস্কুল মুখি হবে।
বেলাব গ্ৰামের অধিবাসী মোঃ আজহার মিয়া বলেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। যাঁর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই রাস্তাটি নির্মাণ করছেন। আমরা কল্পনাও করিনি যে আমাদের এলাকায় এতো সুন্দর নিরাপদ একটি সড়ক হবে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এখন নিশ্চিন্তে ইস্কুলে যাবে। আমরাতো এই রকম জনপ্রতিনিধিই চাই যারা আমাদের মতো পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাবে।দেশের ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে মুজাহিদ মল্লিক ও আশরাফ অভিনন্দন জানাই।এই সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :