AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ‘পলো দিয়ে মাছ ধরা’ উৎসবে দর্শনার্থীদের ঢল


শ্রীমঙ্গলে ‘পলো দিয়ে মাছ ধরা’ উৎসবে দর্শনার্থীদের ঢল

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব ‘পলো বাওয়া’ (পলো দিয়ে মাছ ধরা)। 

একসময় গ্রামে বর্ষা মৌসুম শেষ হলে বাঁশ দিয়ে তৈরি পলো দিয়ে নদী-নালা ও খাল-বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেতো। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ‘পলো বাওয়া’।

তবে বিলুপ্তির পথে গ্রামীণ এ ঐতিহ্য ধরে রাখতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈতা ছড়ার দিকে হাইল হাওরের একটি বিলে আয়োজন করা হয় ‍‍`পলো বাওয়া‍‍` উৎসবের। দুপুর ১টা পর্যন্ত চলে বিলের মাছ ধরা। এতে কয়েক শ’ শৌখিন মাছ শিকারি অংশ নেন।

এলাকাবাসী জানান, পূর্ব থেকেই নির্ধারিত ছিল আজ জৈতা ছড়ার এলাকার হাইল হাওরের একটি বিলে বিলে পলো দিয়ে মাছ শিকার করা হবে। এ সংবাদে কয়েকটি গ্রাম থেকে শৌখিন মাছ শিকারিরা ভোর থেকে জড়ো হন বিলপাড়ে। 

মাছ শিকারি ও উৎসুক একাধিক জনতা বলেন, যান্ত্রিক যুগে আমরা ভুলেই গিয়েছিলাম পলো দিয়ে মাছ ধরার গল্পকে। আজ এ উৎসবের মধ্য দিয়ে শৈশবকে ফিরে পেলাম।

আয়োজকরা জানান, ‘পলো বাওয়া’ গ্রাম-বাংলার ঐতিহ্য। অনেক পুরনো এ ঐতিহ্য ধরে রাখতেই আজকের এ আয়োজন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!