AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় জাত ভেদে দাম নতুন আমন ধানের


উল্লাপাড়ায় জাত ভেদে দাম নতুন আমন ধানের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবচেয়ে নামকরা সলঙ্গা হাটে নতুন রোপা আমন ধান জাত ভেদে দর দামে কেনাবেচা হচ্ছে। একেক জাতের ধান একেক দামে ব্যবসায়ীর কিনছেন। এদিকে হাটে কৃষকদের বেচার ধানের আমদানী পরিমাণ কম জানানো হয়।

সলঙ্গায় সপ্তাহের হাটবার বৃহস্পতিবার ও সোমবার ছাড়াও বাকী দিনগুলোয় ধান কেনাবেচা হয়ে থাকে। তবে হাটবারে ধানের আমদানী বেশী পরিমাণ হয়। সলঙ্গা হাটবারে শত শত মণ আমদানী ও কেনাবেচা হয়। এখান থেকে ধান পাবনার দাশুড়িয়া , ঈশ্বরদী , কুষ্টিয়া , টাঙ্গাইলসহ আরো বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। 

গতকাল বৃহস্পতিবার সলঙ্গা হাটে প্রায় দেড় হাজার মণ ধান আমদানী ও কেনাবেচা হয়েছে বলে জানা গেছে। সলঙ্গা হাটের আড়ত মালিকেরা ও ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে সবচেয়ে বেশী দামে কেনাবেচা হয়েছে কাটারী নামের জাতের ধান। তারা আরো জানান এক মণ ধান ৪৯ জাতের ধান সাড়ে ১৪ শ , স্বর্ণা ৫ জাতের ধান এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৪০০ টাকা , গুটি স্বর্ণা এক ২৫০ টাকা মণ দরে কেনাবেচা হয়েছে। কৃষক আছের প্রামাণিক বলেন পচানব্বই ভাগ শুকনো ছয় মণ স্বর্ণা জাতের ধান এক হাজার তিনশো আশি মণ দরে বেচেছেন।

আড়ত মালিক গোলাম মোস্তফা বলেন ভরা সিজনে ( মাঠ থেকে ধান কাটা কালে ও ধান কাটার পর ) হাটবারের দুইদিনে কয়েক হাজার মণ ধান আমদানী ও কেনাবেচা হয়। বাকী দিনগুলোয় ধান বিপুল পরিমাণ আমদানী ও কেনাবেচা হয়ে থাকে। সেখানে এবারে ধানের আমদানী কম বলে জানান। কৃষকেরা মাঠে ধান কাটায় ব্যস্ত থাকায় ধান নিয়ে বেচতে হাটে আসছেন না। তবে সামনের সপ্তাহের হাটবারে অনেক বেশী পরিমাণ ধানের আমদানী ও কেনাবেচা হবে বলে ধারণা করছেন।

 

একুশে সংবাদ/ এস কে


 
 

Link copied!