AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় অস্ত্র ও পিকআপসহ ডাকাত আটক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২৮ পিএম, ২২ নভেম্বর, ২০২৪
ভাঙ্গায় অস্ত্র ও পিকআপসহ ডাকাত আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ, এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপকে জব্দ করেছে। ডাকাতদলের আরো চার ডাকাত পালিয়ে যায়।এমন ঘটনাটি ঘটে গতরাত আড়াইটার সময়(শুক্রবার)ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবি নামক স্থানে।আটকৃত ডাকাত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাহাউদ্দিনের ছেলে ডাকাত সর্দার রুবেল হোসেন(৩৭)। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে চলছে। সেই থেকে মহাসড়কে পুলিশ তৎপর থাকেন। গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ভাঙ্গা ফায়ার সার্ভিস সংলগ্ন রেল ক্রসিং এর উপর একদল ডাকাত মহাসড়কে পরিবহন গাড়ি সহ অন্যান্য যানে ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচ জন ডাকাত মিনি পিকআপ থেকে লাফিয়ে পালিয়ে যায়। ডাকাতের সর্দার রুবেল ডাকাতকে পুলিশ আটক করতে সক্ষম হন। 

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, ফরিদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ইন্সপেক্টর মুরাদ হোসেনের নেতৃত্বে আমরা কয়েকজন পুলিশ রোড ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার রুবেলকে আটক করতে সক্ষম হই। তখন ডাকাতি কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ-(ঢাকা মেট্রো ব-১৩-১৫২১), একটি করাত,দুটি ধারালো ছেন্দা,রড,কিছু রশি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত সর্দার রুবেল ডাকাতির কথা স্বীকার করেছে  এবং আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এরা আন্তজেলার ডাকাত দল, রুবেলের সাথে আরো পাঁচজন ডাকাত ছিল বলে স্বীকার করেছে।  ওদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!