AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাতৃভাষায় কী-বোর্ড পেল পাহাড়িয়ারা জনগোষ্টী


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০২:১৮ পিএম, ২৪ নভেম্বর, ২০২৪
মাতৃভাষায় কী-বোর্ড পেল পাহাড়িয়ারা জনগোষ্টী

রাজশাহীতে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর প্রায় ২০ হাজার মানুষের বাস। এই জাতিগোষ্ঠীর মাতৃভাষার নাম ‘পাহাড়িয়া’। এই ভাষায় কিবোর্ড ডেভেলপ করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড অ্যাথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামে সংগঠন।

শনিবার রাজশাহীতে এই কিবোর্ডের উদ্বোধন করা হয়। বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ‘নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে এ কিবোর্ডের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এই কিবোর্ড তৈরিতে মুখ্য ভূমিকা রাখেন আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন। তিনি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ডেকেট অব ইনডিজিনাস ল্যাংগুয়েজেস (আইডিআইএল) প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি।

তিনি জানান, কিবোর্ডটি ব্যবহার করে কম্পিউটারে লেখা যাবে পাশাপাশি ইউনিকোর্ড হওয়ায় এটি ব্যবহার করা যাবে ইন্টারনেটেও। এটি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত।

কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু। ইন্সট্রাক্টর মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, মিসেস শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন, নবাই বটতলা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, পাহাড়িয়া পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস, আদিবাসী ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংমা প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!