ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক ট্রেনের তৃতীয় ও চূড়ান্ত ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি খুলনা পৌঁছে দুপুর ১টা ১০ মিনিটে। উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতিতে ঘণ্টায় ১০০ কিমি গতিতে এ ট্রায়াল সম্পন্ন হয়।
১২টি বগি নিয়ে ট্রায়ালে অংশ নেওয়া এই ট্রেনটি নিয়ে উপস্থিত ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেনসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। খুলনায় পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন খুলনা রেলস্টেশনের কর্মকর্তারা।
রেলপথ বিভাগের সচিব জানান, তিনটি সফল ট্রায়ালের পর ডিসেম্বরে এ রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, "ট্রেনটি ঢাকা থেকে খুলনা যেতে ৩ ঘণ্টা ৪৫ থেকে ৫০ মিনিট সময় নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে।"
রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন জানান, ঢাকা-খুলনা রুটে কতটি ট্রেন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কোচের সংকটের কারণে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের পদ্মবিলা স্টেশন পর্যন্ত ট্রেন চলবে ঘণ্টায় ১০০ কিমি গতিতে। এরপর যশোর থেকে খুলনা পর্যন্ত গতি থাকবে ৭৫ কিমি। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় ডিসেম্বরের শুরুতে ঢাকা-ভাঙ্গা-যশোর-খুলনা রুটে বাণিজ্যিক ট্রেন চালু হতে যাচ্ছে।
এর আগে, ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগের আংশিক অংশ চালু হয়েছিল। নতুন এ রুট যুক্ত হওয়ার ফলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমে যাবে এবং এ অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :