AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস


শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের অন্যতম শীতল স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

রবিবার সন্ধায় মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

হঠাৎ ঠাণ্ডা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষসহ চা-বাগান এলাকার বাসিন্দাদের। সর্বনিম্ন তাপমাত্রার বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ-সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে।

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাকড়িছড়া চা-বাগানের বাসিন্দা তপন চাষা বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ রবিবার বিকেল থেকেই প্রচুর ঠাণ্ডা লাগছে। বিশেষ করে চা-বাগান এলাকার মানুষেরা শীতকাল আসলেই অসহনীয় কষ্ট ভোগ করেন। এমন পরিস্থিতিতে চা-বাগান অঞ্চলের মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা এলাকার বাসিন্দা ইমরান হোসেন বলেন, শ্রীমঙ্গলে হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে। বিকেল থেকে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তাই বিকেল থেকেই শীতের জেকেট গায়ে পড়ে শহরে আসছি।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‍‍`নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসাথে বইছে হিমেল বাতাস। 

আবহাওয়া অফিস শ্রীমঙ্গল সূত্রে জানা যায়, আগামি তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!