রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম ওলামা ও তওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান তাওহীদি জনতা। এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের গেট ভাঙা হয়। এছাড়াও কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে নিয়ে এসে সড়কে ভেঙে ফেলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এর আগে দুপুরে তওহীদি জনতা মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
সমাবেশে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন। রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা।
এরপর মিছিল নিয়ে তারা শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়। পরে সবাই চলে যান।
তবে এ দিন প্রথম আলোর রাজশাহী কার্যালয় তালাবদ্ধ ছিল। রাজশাহী অফিসে নিয়োজিত সংবাদকর্মীরা অফিসেও ছিলো না। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের উপস্থিত দেখা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :