AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে মিথ্যা মামলা, হত্যার হুমকি ও পরিবারের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:২৩ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
শ্রীপুরে মিথ্যা মামলা, হত্যার হুমকি ও পরিবারের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হত্যার হুমকি এবং বাড়ীঘরে হামলার প্রতিবাদে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীসহ পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেন পোল্ট্রি মুরগী ব্যবসায়ী সাইদুল ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মুলাইদ গ্রামের তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।

ভুক্তভোগী সাইদুল ইসলাম দুই যুগেরও বেশি সময় যাবত গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে জমি কিনে ঘরবাড়ী নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন। তিনি পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত।

সংবাদ সম্মেলনে পোল্ট্রি ব্যবসায়ী সাইদুল ইসলাম লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন, সম্প্রতি তিনি নতুন বাড়ী নির্মাণের কাজ শুরু করেন। গত ১৭ নভেম্বর একই এলাকার সামাদ, মজিদ, মুকুল, হারুন, শাকিল এবং ইউসুফসহ তাদের বেশ কয়েকজন সহযোগী আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে আসে। চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা দা, চাপাতি,  চাইনিজ কুড়ল এবং পিস্তল নিয়ে আমার বসতবাড়ীতে হামলা করে। হামলার ঘটনায় তারা আমার কাছে দু:খ প্রকাশ করে। পরে গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মজিদ, মুকুল ও হারুনের নেতৃত্বে আবার আমার বসত বাড়ীতে প্রবেশ করে সিসি ক্যামেরা ভাংচুর করে। এসময় তারা ঘর থেকে নগদ ৮ লাখ  ২০ হাজার টাকা স্বর্ণালংকার লুটে নেয়। তাদের দাবকিৃত চাঁদা না দিলে পরিবারের সকল সদস্যদেরকে হত্যার হুমকি দেয়। তাদের সহযোগী শাকিল প্রতিদিনই আমার বাসার আশেপাশে মহড়া দেয়। তাদের অব্যাহত হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা মামলার ভয়ে আমিসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার পরিবারকে রক্ষা করার জন্য সহযোগিতা চাই। অভিযুক্তরা যেকোন মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইদুল ইসলাম আরো বলেন, অভিযুক্ত মুকুল নব্য বিএনপি  হয়েছে। বিগত সরকারের সময় সে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিল। বিএনপির নাম ব্যবহার করে মুকুলসহ তার সহযোগীরা নিরীহ ও সাধারণ মানুষের বাড়ীঘর এবং জমি দখল করতেছে। অভিযুক্তদের এসব অপকর্মের ভিডিও ফুটেজ ভুক্তভোগীর কাছে রয়েছে। তারা আমার মেয়ের জামাইকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকির ভিডিও ফুটেজ আছে। তাদের অপকর্মের সকল প্রমাণ থাকার পরও আমি কোন বিচার পাচ্ছি না। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং ক্ষুদ্র পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। এলাকার কারো সাথে আমার কেনো বিরোধ নেই। মিথ্যা মামলা ও হুমকি দিয়ে আমাকে হয়রানি করছে। আমি পরিবার নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে এলাকায় বসবাস করতে চাই। এজন্য প্রশাসনসহ সকলের সহেযাগীতা আশা করছি।

অভিযুক্তদের মধ্যে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুফ সাংবাদিকদের বলেন, আমাদের কারো সাথে কোনো বিরোধ নেই এবং কারো বসতবাড়ীতে হামলা, ভাংচুরের সাথে জড়িত নই।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু জাফর সরকার বলেন, এসব বিষয়ে আমি অবগত না এবং কোনো কিছু জানি না।

একুশে সংবাদ/ এস কে

Link copied!