AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন


Ekushey Sangbad
আতাউর শাহ্, নওগাঁ জেলা প্রতিনিধি
০৬:১২ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
নওগাঁয় নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন

নওগাঁ সদর সাব-রেজিস্টার অফিসের সামনে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন সোমবারও চলছে। নকল নবীশরা মাথায় সাদা কাপড় বেঁধে তাদের দাবি আদায়ে এই অনশন কর্মসূচি পালন করছেন।

অনশনের কারণে নওগাঁ সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা জনগণ নানা সমস্যায় পড়েছেন। জমির দলিল বা অন্যান্য কাগজপত্রের কপি না পাওয়ায় তারা মালিকানা সংক্রান্ত জটিলতার মুখে পড়ছেন। ব্যবসায়িক লেনদেন বা ঋণ গ্রহণেও বাধা সৃষ্টি হচ্ছে, যা ফলে তাদের অতিরিক্ত সময় ও অর্থ খরচ হচ্ছে এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন সভাপতি নওগাঁ মোঃ নাজিম উদ্দীন জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাজস্ব থেকে সরকার প্রতি জমির দলিলের একটি পৃষ্ঠা লেখার জন্য ৪০ টাকা আদায় করে, কিন্তু আমাদের মাত্র ২৪ টাকা দেওয়া হয়। এই অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি আমাদের অবহেলিত করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সারা দেশে ৫১৬টি সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবীশরা একত্রিত হয়ে এই দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, আমাদের অধিকার নিশ্চিত করা হোক এবং সরকারের উচিত আমাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা।’

চুয়াডাঙ্গায় নকল নবীশদের এই আন্দোলন থেকে সেবা গ্রহণকারী জনগণের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এবং তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।

আরোও জানা যায়, নওগাঁ জেলা অফিসে কর্মরত নকল নবিশ ৬০ জন নওগাঁ জেলা জুরে ৩৬৩ জন বলে জানান।এতে উপস্থিত ছিলেন, লোকমান হাকিম সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, সুরভী আক্তার মহিলা সম্বাদিকা, জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য, রাশেদুল ইসলাম রাজু প্রমূখ।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!