AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরের আড়িয়াল খাঁ ও পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শন


ফরিদপুরের আড়িয়াল খাঁ ও পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শন

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে ভাঙন কবলিত দুটি ইউনিয়নের এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রথমে সদরপুর উপজেলার চর মানাইর এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তারা। এরপর দুপুরে আকোটেরচর এলাকা পরিদর্শন করেন। ‌

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, ফরিদপুরের জেলা প্রশাসক, মো. কামরুল হাসান মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পশ্চিম অঞ্চল জন ফরিদপুর এর প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা আজকে ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীতে ভাঙ্গন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। এইসব এলাকা পরিদর্শনে ভাঙ্গন কবলিত এলাকার খুব খারাপ অবস্থায় রয়েছে। এখন অতি দ্রুত এইসব এলাকা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে। আশা করছি তারা দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!