উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) সাহেবের ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। সোমবার (২৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
এতে আরও বলা হয়, এ উপলক্ষে ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) স্মৃতি কমিটির উদ্যোগে মঙ্গলবার মরহুমের রূহের মাগফিরাত কামনায় ময়েজ মঞ্জিল বাসভবনে বিকেল ৪টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কানাইপুর জামে মসজিদ, কানাইপুর জামেয়া আশরাফিয়া মাদরাসা ও ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর জন্ম গ্রহণ করে। ১৯৭১ সালের ২৬ নভেম্বর তিনি মুত্যুবরণ করেন। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি ভারত বিভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠায় এবং মুসলমান সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর পিতা চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস ছিলেন জমিদার। নিজে জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি ব্রিটিশ আমলে নির্যাতিত প্রজাদের জন্য আন্দোলন শুরু করেন। ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :