প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর খুলনার পশ্চিম রূপসা এলাকায় হাইটেক পার্ক নির্মাণ কাজ আবার শুরু হতে যাচ্ছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুবরোর (এলঅ্যান্ডটি) কর্মকর্তারা। সোমবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শনের পর এ ঘোষণা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন প্রজেক্ট ম্যানেজার রানা ধর ও ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার প্রসেনজিৎ মুখোপাধ্যায়। তারা প্রকল্প এলাকায় থাকা মালামাল ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। প্রসেনজিৎ মুখোপাধ্যায় জানান, ‘কাজ বন্ধ থাকায় কোনো শ্রমিক নেই। সব কিছু গুছিয়ে নিয়ে ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ শুরু করব। তবে প্রকল্পের মেয়াদ বাড়াতে হবে।’
রানা ধর বলেন, ‘কাজ কেন বন্ধ ছিল, তা সবার জানা। আমাদের কর্মীরা ভারতে ফিরে গিয়েছিল। এখন কোর টিম ফিরে এসেছে। মন্ত্রণালয় ও আমাদের যৌথ উদ্যোগে দ্রুত কাজ শুরু হবে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই।’
২০২২ সালের নভেম্বরে ১৭০ কোটি টাকা বাজেটে ৩.৫৯ একর জমিতে এ হাইটেক পার্কের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় রয়েছে একটি ৭ তলা মাল্টিটেনেন্ট ভবন, সিনেপ্লেক্স, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও ইলেক্ট্রোমেকানিক্যাল কাজ। তবে এ পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র ৩৬ শতাংশ।
প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক জানান, প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব একনেকে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবছর এক হাজার তরুণ-তরুণীকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যা খুলনার প্রযুক্তিখাতে যুগান্তকারী অবদান রাখবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :