রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্কাস আলী মাস্টারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাগাছী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামের মৃত আনিছার আলীর ছেলে। আক্কাস আলী কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রাজশাহী-৪( বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বন্ধু ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তবে দলীয় কোনো পদ ছিলনা তার।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে আক্কাস আলী যাত্রাগাছি বাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি নিজে ছদ্মবেশে সেখানে যান। কাছে গিয়ে তার মুঠোফোনে কল দিলে বেজে ওঠার পর তাকে সনাক্ত করে ধরে ফেলা হয়।
তিনি বলেন, পুকুর নিয়ে একটি মারামারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এছাড়াও তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্নগোপনে ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মিছিলে হামলায় অংশ নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে মারামারির মামলা ছাড়াও গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মিছিলে হামলার দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :