AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরাঞ্চলের দুস্ত ও অসহায় ৯০২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ


চরাঞ্চলের দুস্ত ও অসহায় ৯০২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতের প্রকোপ এবং শৈত্যপ্রবাহ থেকে অসহায় দুস্তদের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামিক রিলিফ বাংলাদেশের আর্থিক সহযোগীতায় ও গরীব উন্নয়ন সংস্থা ( জি ইউ এস) এর উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ও নয়ারহাট ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

"winterisation"2024-2025 অর্থবছর এর কর্মসূচির আওতায় চিলমারী ইউনিয়নে ৪৫১টি এবং নয়ারহাট ইউনিয়নে ৪৫১টি পরিবারের মাঝে ২টি কম্বল, ২টি শাল এবং ১টি সোয়েটার বিতরণ করা হয়।

রবিবার ও সোমবার (২৪ ও ২৫ নভেম্বর) দুইদিনব্যাপী গরীব উন্নয়ন সংস্থা ( জি ইউ এস) এর কোদালকাটি কার্যালয় থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ 

শীতবস্ত্র পেয়ে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের উত্তর ফেসকা চরের রাবেয়া বেগম নামের বৃদ্ধ বলেন,কয়দিন থাকি খুব ঠাণ্ডা। হামার শীতের কোনো কাপড় নাই। আজ কম্বল পাইয়া খুব উপকার হইল, মুই দোয়া করমো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মো. হারুনুর রশিদ, গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক মো. আব্দুল লতিফ, রাজীবপুর থানার এসআই ফারুক মিয়া, এসআই আব্দুল মালেক ও পুলিশ সদস্য আব্দুল মতিন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী, ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা খুশি হয়ে ইসলামীক রিলিফ বাংলাদেশ ও গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয়রা এধরণের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য আহবান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!