AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে ন্যায্যমূল্যে আলু বিক্রির উদ্বোধন


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৫:২৮ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
কালাইয়ে ন্যায্যমূল্যে আলু বিক্রির উদ্বোধন

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০:৪৫ মিনিটে কালাই বাসস্ট্যান্ডের উপজেলা স্মৃতিসৌধের সামনে ন্যায্যমূল্যে আলু বিক্রির উদ্বোধন অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালাই-এর উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।

এই উদ্যোগের আওতায় প্রতি কেজি আলুর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা এবং একজন সুবিধাভোগী সর্বোচ্চ ৫ কেজি আলু ক্রয় করতে পারবেন বলে জানানো হয়।এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা দিয়েছে।ক্রেতারা ন্যায্যমূল্যে আলু পেয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালাই এর সমন্বয়ক মো.তানিম সরকার এবং মো. মেফতাদুর রহমান মাহির।

স্থানীয়দের ভাষ্য,"বর্তমান বাজারে আলুর দাম অনেক বেশি,যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল। কিন্তু এখানে ন্যায্যমূল্যে আলু পাওয়ায় আমাদের জন্য অনেকটা স্বস্তি এসেছে।এ ধরনের উদ্যোগ আরও চলমান থাকুক,এটাই আমাদের চাওয়া।"বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং সকলের কাছে প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

ছাত্র সমন্বয়ক তানিম সরকার বলেন,"আমরা ছাত্র প্রতিনিধিরা এখানে আলু বিক্রির দায়িত্ব পালন করছি।এতে করে মানুষ সহজেই কম দামে আলু পাচ্ছে,যা তাদের জন্য খুবই উপকারী। এই উদ্যোগের অংশ হতে পেরে ভালো লাগছে। প্রশাসনের এমন উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে খুবই কার্যকর।"

উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় বলেন,"এই কার্যক্রমটি উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আমরা নিশ্চিত করছি যে,ভালো মানের আলু সঠিক দামে মানুষের হাতে পৌঁছায়।এ উদ্যোগ কৃষকদের উদ্বৃত্ত আলুর সঠিক ব্যবহার নিশ্চিত করছে এবং ক্রেতাদেরও সহায়তা করছে।"

উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন,"জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা এ কার্যক্রম শুরু করেছি।এটি একদিকে সাধারণ মানুষের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য প্রাপ্তি নিশ্চিত করছে,অন্যদিকে বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা।"

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!