AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি খাল ও খাস জায়গা দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ


সরকারি খাল ও খাস জায়গা দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে সরকারি খাস জায়গা ও খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার(২৪ নভেম্বর) আব্দুল মন্নাফ মিয়া নামে স্থানীয় বাসিন্দা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাপরতলা-ছাতিয়াইন সড়কের খান্দুরা গ্রামের সালাম বাজারের পাশে ১৩৩নং দাগের সরকারি খাল ও খাস জায়গা দখল করে কালভার্ট নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি মো,আরজু মিয়া। এর ফলে সেখানে পানি চলাচলের বাধাঁ সৃষ্টি হবে। বর্ষায় নৌকাযোগে বিভিন্ন মালামাল আনা-নেওয়া ব্যাহত হবে।

সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, তরিঘরি করে রাতারাতি কালভার্ট নির্মাণ করছে আবজু মিয়ার লোকজন। প্রশাসনের পক্ষ থেকে কালভার্ট নির্মাণে নিষেধ করা হলেও কথাই শুনছেন না আরজু মিয়া। বরং এক রাতের মধ্যে সম্পন্ন করছেন কালভার্ট নির্মাণের কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এরা প্রভাবশালী, জোর করে সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণ করছে। রাতারাতি একদিনে মধ্যে কালভার্ট নির্মাণ করছে আরজু মিয়া। এটি সরকারি খাল,এখান দিয়ে পানি প্রবাহিত হয়, নৌকা আসে তারা এটি দখল করেছে।

দখলের বিষয়ে আরজু মিয়ার ছেলে ফয়সল মিয়া বলেন, আমি আগামীকাল অনুমতি নিতে যাব। কাজ করার আগেই অনুমতি নেওয়া দরকার ছিল। আমার ভুল হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, ‘সরকারি খাস জায়গা, খাল দখল করে কালভার্ট নির্মাণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!