উজিরপুর এপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে হারতা ইউনিয়নের কুচিয়াড়পাড় গ্রামে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর তিনদিন ব্যাপী "পরিবেশ বান্ধব গ্রাম বিষয়ক প্রশিক্ষণ" সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন হারতা, সাতলা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভার ৫ টি গ্রামের পরিবেশ বান্ধব গ্রাম উন্নয়ন কমিটির ৩০ জন সদস্য।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিশ্বজিৎ সাহা, টেকনিক্যাল স্পেশালিষ্ট, লাইভিলিহুড, বরিশাল এসিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং
পলাশ রঞ্জন সরকার, স্পনসরশীপ অফিসার, উজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার ও বরিশাল এসিও এর অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএস -সিইএসপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :