AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে পাচারকালে ৬ লক্ষাধিক টাকার ৫০০ বস্তা সার জব্দ


মানিকগঞ্জে পাচারকালে ৬ লক্ষাধিক টাকার ৫০০ বস্তা সার জব্দ

মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় পাচারকালে আরিচা ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের সময় ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ সার জব্দ করেন। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। 

আটককৃত ট্রাক চালকের নাম মো. বাবুল হোসেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। অপরদিকে, হেলপার মো. আসলাম রাজবাড়ী জেলার  বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকার মো. খলিলের ছেলে। 

জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-২৪-২৩৮১) আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। আরিচা ফেরিঘাট এলাকায় সার বহনকারী ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেন সাংবাদিকরা। পরে সাংবাদিকদের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ৫০০ বস্তা টিএসপি সার ও ট্রাক জব্দ করে পুলিশ। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান। 

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!