১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর এ- এলাহী, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মৎস্য অফিসার আবু সামা, সমবায় অফিসার আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারসহ অন্যান্যের মাঝে আনসার ভিডিপি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজিবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস সুন্দর ভাবে পালনের লক্ষে উপস্থিত অতিথিবৃন্দ মতামত তুলে ধরেন। অতিথিদের মতামতের ভিত্তিতে দিবস দুটি পালনের ক্ষেত্রে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ আলোচনা অনুিষ্ঠত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :